Sat. Sep 20th, 2025
Advertisements

6kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি পিকআপভ্যানের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ ও তাঁর নাতি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবদুস সোবহান (৬৫) ও তাঁর নাতি সুমী (১১)। সোবহান কাজীর ত্রিশালের শিমলা এলাকার বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, আবদুস সোবহান তাঁর নাতিকে নিয়ে সকাল ১০টার দিকে শিমলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান তাঁকে ও তাঁর নাতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এ ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয়।