খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭: আগস্টের দ্বিতীয় সপ্তাহে গ্যালাক্সি নোটের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি নোট-৮ বাজারে অবমুক্ত করার পরিকল্পনা করেছে স্যামসাং। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, গ্যালাক্সি নোট-৮-এ একটি বাঁকা পর্দা থাকবে যা আকারে গ্যালাক্সি এস-৮ স্মার্টফোনটির ৬.২ ইঞ্চি পর্দার তুলনায় সামান্য বড় এবং এর পিছন দিকে থাকছে দুটি ক্যামেরা।
স্যামসাংয়ের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সময়মতোই আগ্রহীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গ্যালাক্সি নোট-৭ ব্যাটারির অগ্নিকাণ্ডজনিত সমস্যার কারণে বেশ ভোগান্তিতে ফেলে স্যামসাংকে। গত বছরের অক্টোবরে বাজারে আসার দুই মাসের মধ্যেই এর বেশ কিছু ব্যাটারি বিস্ফোরিত হয়। ফলে স্যামসাং তাদের গ্যালাক্সি নোট-৭ ফোনটিকে সরিয়ে নিতে বাধ্য হয়। এতে কোম্পানিটির ৬.১ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়। স্যামসাং তাদের সর্বশেষ ও সর্বাধুনিক পণ্য গ্যালাক্সি নোট-৮ বাজারে এনে সেই ক্ষতি কাটিয়ে উঠতে চায়।