খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭: নিরাপত্তা গবেষকরা সাইবার আক্রমণ প্রতিহত করতে পারে এমন একটি উপায় খুঁজে পেয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান অসংখ্য সাইবার আক্রমণের শিকার হচ্ছে। আবিষ্কৃত নতুন এ পন্থা সাইবার আক্রমণ থকে রক্ষা করতে পারে।
গবেষকরা বলছেন, (ঢ়বৎভপ) পারফক নামে একটি রিড অনলি ফাইল তৈরি করে কম্পিউটারের সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে রেখে দিলে সাইবার আক্রমণ বন্ধ হয়ে যাবে।
তবে গবেষকরা এখন পর্যন্ত হ্যাকিং করে অর্থ আদায় করার সূত্র সম্পর্কে কোনো খোঁজ পাননি। তারা এটাও বলছে, অন্য কোনো অরক্ষিত কম্পিউটারের মাধ্যমে সাইবার আক্রমণ ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা পেতে ‘কিল সুইজ’ নামের তথাকথিত পন্থার কোনো বিষয় তারা খুঁজে পাননি। তবে কেউ কেউ ধারণা করছেন যে বিস্তৃত পরিসরে ক্ষতি বা রাজনৈতিক কোনো ইস্যু তৈরির জন্য এ আক্রমণ চালানো হচ্ছে।
সাইবার আক্রমণের শিকার প্রতিষ্ঠানগুলো হলো, ইউক্রেন সেন্ট্রাল ব্যাংক, রাশিয়ার তেল কোম্পানি রসনেফট, ব্রিটেনের অ্যাড ফার্ম ডব্লিউপিপি এবং যুক্তরাষ্ট্রের আইনি প্রতিষ্ঠান ডিএলঅ্যা পিপার। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বিবিসি