Fri. Sep 19th, 2025
Advertisements

22kখােলা বাজার২৪।। শনিবার, ১ জুলাই, ২০১৭: সাম্প্রতিক পরিসংখ্যানের ভিত্তিতে জানা গেছে, পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি এখন প্রতিমাসে একবার হলেও ফেসবুক ব্যবহার করছেন। সোশাল মাধ্যমটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মঙ্গলবার এক পোস্টে এ কথা জানিয়েছেন। বিবিসি জানায়, পোস্টে জাকারবার্গ জানান, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখন দুই বিলিয়ন বা ২০০ কোটি।

২০০৪ সালে যাত্রা শুরু করে ফেসবুক। এর ১৩ বছর পর ২০০ কোটি মাইলফলক স্পর্শ করল সামাজিক মাধ্যমটি। এর আগে, ২০১২ সালে ১০০ কোটির মাইলফলক স্পর্শের কথা জানায় মাধ্যমটি। ফলে ১০০ থেকে ২০০ হতে লেগেছে মাত্র ৫ বছর।