Thu. Sep 18th, 2025
Advertisements

27kখােলা বাজার২৪।। শনিবার, ১ জুলাই, ২০১৭: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার যতবার জঙ্গি নির্মূলের কথা বলেছে, তারপরেই কোথাও না কোথাও জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিবাদ নির্মূলে একক ব্যক্তি বা সংগঠন নয়, প্রয়োজন সামগ্রিক পদক্ষেপ।

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হলি আর্টিজানে দেশি-বিদেশি মানুষদের নির্মমভাবে হত্যা নিঃন্দেহে হৃদয়বিদারক। বাংলাদেশের সংস্কৃতি, সম্প্রিতি ও উন্নয়নের পথে হলি আর্টিজান একটি কলঙ্ক তিলক

রুহুল কবির রিজভী আরও বলেন, জঙ্গিবাত নির্মূলে ক্ষমতাসীনদের উদ্যোগের কথা যতবার শুনেছি তারপরেই কোথাও না কোথাও দেখা গেছে উগ্রবাদ তার হিংস্র থাবা মেরেছে, হিংস্র কামড় দিয়েছে। জঙ্গি নির্মূল কোন ব্যক্তি বা সংগঠনের েএকক কাজ নয় বরং এটি জাতির সামগ্রিক পদক্ষেপের বিষয়। আমরা মনে করি এখনো সংশ্লিষ্ট সকলের শুভবু্দ্ধির উদয় হবে এবং ভালোবাসা, সম্প্রতির স্থান যাতে ম্লান না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।