Fri. Sep 19th, 2025
Advertisements

9kখােলা বাজার২৪।। রোববার, ২ জুলাই, ২০১৭: ধুম ২, গ্যাংস্টার, লাইফ ইন আ মেট্রো, মাই নেম ইজ খান-এর মতো জনপ্রিয় বলিউড ছবিগুলোতে জেতারের সুর সবাইকে মাতোয়ারা করেছে অনেক আগেই। এই সুরস্রষ্টার নাম নীলাদ্রি কুমার। গিটারের সঙ্গে সেতারের মিশেলে ‘জেতার’ বাজান নন্দিত এই সুরসাধক। ঢাকায় এবার আসছেন তরুণ এই সেতারশিল্পী। পুরো একটা সন্ধ্যা ঢাকার দর্শকদের মাতাবেন তিনি।

নীলাদ্রি কুমারের বাবা কার্তিক কুমার ছিলেন পণ্ডিত রবিশঙ্করের শিষ্য। মাত্র চার বছর বয়সে বাবার কাছে তার সেতার শেখা শুরু। ছয় বছর বয়সে প্রথম অংশ নেন পরিবেশনায়। এরইমধ্যে ওস্তাদ জাকির হোসেন, জোনাস হেলবার্গ, এ আর রহমানের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।

আসছে ২১ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একক পরিবেশনায় অংশ নিবেন নীলাদ্রি। আয়োজনটি করছে ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেড।