Sun. Sep 21st, 2025
Advertisements

13kখােলা বাজার২৪।। রোববার, ২ জুলাই, ২০১৭: রাজধানীর পল্টন থানার নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি জানিয়ে বলেন, আজ পল্টন থানার নাশকতার ছয় মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জয়নুল আবদিন ফারুক। শুনানি শেষে বিচারক চার মামলায় জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারক বাকি দুই মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে পল্টন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তী সময়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পল্টন থানা পুলিশ অভিযোগপত্র দিলে জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই গ্রেপ্তারি পরোয়ানার পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।