Thu. Sep 18th, 2025
Advertisements

18kখােলা বাজার২৪।। সোমবার, ৩ জুলাই, ২০১৭: সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রীম কোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করাকে জনগণের বিজয় বলে মন্তব্য করেছে বিএনপি। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগতও জানিয়েছে দলটি।

সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেয়াতে বিএনপি মনে করে জনগণের বিজয় হয়েছে।

রিজভী বলেন, সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগকে করায়ত্ত করার সরকারের যে দুরভিসন্ধি করেছিল সেই চক্রান্ত ব্যর্থ হলো।

এই রায়কে যুগান্তকারী অাখ্যা দিয়ে রিজভী বলেন, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে। জনগণের মনে ন্যায় বিচারের নিশ্চয়তার অাশ্বাস আরো গভীরভাবে প্রোথিত হলো।

তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদের যে কম্পোজিশন তাতে উচ্চ আদালতের বিচারকগণের অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত থাকলে সেখানে চরম দলীয় কর্তৃত্বের প্রতিফলন ঘটতো এবং নিরপেক্ষতা ও ন্যায় বিচার ক্ষুন্ন হতো। বিচারকগণকে নানাভাবে প্রভাবিত করতে তারা চাপ প্রয়োগে সুযোগ পেত। কিন্তু সু্প্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে সংসদের মাধ্যমে ক্ষমতাসীনদের আদালতের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তেক্ষেপের নিশ্চিত সম্ভাবনা দূরীভূত হলো।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, সানাউল্লাহ মিয়া, এবিএম মোশাররফ হোসেন, অাবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।