Sat. Sep 20th, 2025
Advertisements

19kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭: কমেছে প্রবাসী আয়ের রেমিটেন্স। ঈদকে সামনে রেখে রেমিটেন্সে কিছুটা ঊর্ধ্বগতি দেখা দিলেও মাস শেষে চিত্র হতাশাজনক। গেল অর্থ বছরে প্রবাসী আয় কমেছে সাড়ে ১৪ শতাংশ। আর মাস ভিত্তিতে আয় কমেছে ১৭ শতাংশ। আয় বাড়ানোর নানা উদ্যোগের পর বড় ধরনের হোঁচট খেলো সরকার।

গেলো ২০১৬-২০১৭ অর্থ বছরে প্রবাসীরা পাঠিয়েছে ১ হাজার ২শত ৭৬ কোটি ডলার । প্রবাসীদের হাত ধরে ২০১৫-২০১৬ অর্থ বছরে এসেছিলো ১ হাজার ৪শত ৯৩কোটি ডলার। আর ২০১৫-২০১৬ অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে (২০১৬-২০১৭) প্রবাসী আয় কমেছে ১৪ দশমিক চার সাত শতাংশ।

অন্যদিকে ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রবাসী আয় কমেছিলো আড়াই শতাংশ। তবে ২০১৪-২০১৫ অর্থ বছরে প্রবাসী আয় বাড়ে সাড়ে সাত শতাংশ।

এদিকে গেলো মে মাসে প্রবাসীরা ১শত ২৬কোটি ডলার পাঠিয়েছেন যা ছিলো গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ।

তবে জুন মাসে প্রবাসী আয় আসে মাত্র ১শত ২১কোটি ডলার। যদিও গেলো বছরের জুন মাসে এসেছিলো ১শত ৪৬কোটি ডলার। সেই হিসেবে মাস ভিত্তিতে আয় কমেছে ১৭ শতাংশ।

সূত্র : যমুনা টিভি