Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kঅধ্যাপক আবু আহমেদ ।। খােলা বাজার২৪।। বুধবার, ৫ জুলাই, ২০১৭: ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট নিয়ে এবার অনেক কিছুই বলা হয়েছে। এটি একটা বড় মাপের বাজেট। বাংলাদেশে এর আগে এত বড় আকারের বাজেট দেখা যায়নি। এই বাজেট আবার নতুন করে সংশোধন করা হচ্ছে। সরকারে পক্ষ থেকে নতুন ভ্যাট আইন দু’বছরের জন্য স্থগিত করা হয়েছে। আবগারি শুল্ক কমিয়ে আনা হয়েছে। আমি মনে করি আবগারি শুল্কটা কমিয়ে আনা দরকার ছিল। কারণ মানুষকে তো ব্যাংক কার্যক্রম থেকে দূরে সরানো ঠিক না। এখন যে শুল্কটা কমিয়ে আনা হয়েছে এটা ঠিক আছে। এখন আর এটা মানুষের গায়ে লাগবে না। নতুন ভ্যাট আইন যে স্থগিত করা হয়েছে এটাতে রাজস্ব কম সংগ্রহ হতে পারে। রাজস্ব ঘাটতি পূরণ করার জন্য সরকারকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যদি সরকার এই ঘাটতি পূরণ করতে না পারে তাহলে উন্নয়ন বাজেটে আরও কাটছাঁট করতে হবে।
এই বাজেটের দুর্বল দিক হচ্ছে, বাজেট আকারে অনেক বড়। এতে করে বড় রকমের চাপ সৃষ্টি হবে। রাজস্ব সংগ্রহের উপর চাপ আসবে এবং এতে করে মানুষের উপর চাপ বাড়বে। এখানে আরও কিছু ব্যাপার ছিল যা অ্যাডজাস্ট করা হয়নি। যেমন অর্থমন্ত্রী বলেছিলেন, কর্পোরেট ইনকাম ট্যাক্স কমিয়ে আনা হবে এবং এটা করা অবশ্যই উচিত ছিল। যেটা অন্যান্য দেশে অলরেডি কমিয়ে আনা হয়েছে।
ব্যবসার প্রফিটের উপর যে ট্যাক্স এটা কমিয়ে আনা দরকার ছিল এবং এ ব্যাপারে কেউ কোনো কথাও বলে নাই। শেয়ারবাজারের ক্ষেত্রে কোনো নতুন প্রণোদনা দেওয়া হয়নি। সেই একই, পুরোনো কথা বলছে বারবার। এই ব্যাপারগুলোতে একটু নজর দেওয়া দরকার ছিল। এই বিষয়গুলো ঠিকটাক থাকলে বাজেটটা সবার জন্য সহনীয় হতো বলে আমি মনে করি।
পরিচিতি: অর্থনীতিবিদ
সূত্র: আমাদের সময়.কম