Sat. Sep 20th, 2025
Advertisements

10kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে বেতন চুক্তি না হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন (এসিএ) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।

গত রোববার অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েসনের(এসিএ) সঙ্গে সিডনিতে জরুরি বৈঠক করেন ক্রিকেটাররা। বৈঠক শেষে সাফ জানানো হয়, বোর্ডের সঙ্গে চুক্তি না হলে দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করবে অস্ট্রেলিয়া ‘এ’দল।

অবশেষে সে পথেই হাঁটল ম্যাক্সওয়েল, উসমান খাজারা। শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয় পরবর্তী সিরিজগুলোও নিয়েও ভাবতে শুরু করছে ক্রিকেটাররা!
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসিএ বলেছে,‘এটা খুবই হতাশাজনক যে বর্তমান বিতর্কের সমাধান করার জন্য কোন অগ্রগতি নেই। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নিশ্চিত করেছে যে তারা দক্ষিণ আফ্রিকা সফর করবে না।’ খেলোয়াড়রা এ সিদ্ধান্ত নিয়েছেন দুইশ’রও বেশি পুরুষ এবং নারী খেলোয়াড়দের সমর্থন করে।

সংকটের মুহুর্তে তারা দলীয়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যিই নিজেদের মধ্যে একতা প্রমাণ করে। এসিএ আরও বলেছেন,‘সব খেলোয়াড়ই সিএর আচরণে গভীরভাবে হতাশ। খেলোয়াড়রা তাদের দেশের জন্য খেলতে পারছেন না। তারা এই ধরনের পদক্ষেপ সমর্থন করে না।’

১২ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়া ‘এ’দলের। দুটি চারদিনের ম্যাচ খেলার পাশাপাশি স্বাগতিক দল ও ভারত ‘এ’দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা তাদের। এ সফরে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ছিলেন পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা ও হিলটন কার্টওয়েট, যারা বাংলাদেশ সফরের স্কোয়াডেও রয়েছেন।