খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: পাহাড় ধসের আশঙ্কায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ও বোয়ালখালী ইউনিয়নে দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিদ্যালয়গুলো হলো মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার এবং চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায় ১৭ কিলোমিটার দূরে। এ দু’টি বিদ্যালয়ই পাহাড়ের উপরে নির্মাণ করা হয়। বিদ্যালয়গুলোতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বিদ্যালয় দুটি সরেজমিন পরিদর্শন করেন। এসময় পাহাড় ধসের আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে বিদ্যালয় দুটিতে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, টিলার উপরে হওয়ায় পাহাড় ধসের আশঙ্কায় বিদ্যালয় দুটি ঝুঁকিতে রয়েছে। তাই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যালয় দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।