Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: আজকের সময়ে সোসাল মিডিয়া কতটা জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু এটি এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে তরুণ ও আগামী প্রজন্মের কাছে ক্রমে মূল ধারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার আবেদন কমে আসছে। এতেই এর তাৎপর্য বুঝা যায়। আর জনপ্রিয় সোসাল মিডিয়ার অন্যতম একটি হল ফেস বুক – যাতে একজন সুহৃদের বা শুভাকাঙকীর কমেন্টের প্রেক্ষিতে লিখেছিলাম ‘আমি গবেষণা প্রকল্পের জন্য মিলিয়নস ডলার সংগ্রহ করতে পারি কিন্তু এটা সত্যি যে রাজনৈতিক ক্যাম্পেইনে টাকা সংগ্রহের অভিজ্ঞতা আমার নেই।‘ প্রশ্ন হল কমেন্ট-টি কি ছিল? “ভাই নিবাচনে টিকেটের আশা করতে মোটা অংকের টাকা লাগবে, সারটিফিকেট লাগে না।“ প্রশ্নটির সাথে আমার প্রতিক্রিয়ার কিছুটা অমিল আছে। সেটি সচেতন ভাবেই করা হয়েছে। শুধু রাজনীতিবিদ হিসেবে প্রশ্নটির অর্থ বুঝার জন্য কারও ভাবনার দরকার নেই। কিন্তু একজন সুশাসন ও রাজনৈতিক গবেষক হিসেবে কনটেনটি এনালাইসিসের দাবী রাখে। সময় পরিবর্তন হয়েছে কিন্তু রাজনীতি, রাজনীতিবিদ ও তার সম্পর্কিত ভাবনা এখনও পিছনে পরে আছে। এখনও বিলক্ষণ শুভা পায়। তার থেকে বেরিয়ে আসা খুবই জরুরি। তার দায় – রাজনীতিবিদগণ, রাজনৈতিক গবেষক ও একাডেমিকবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ ও নেতৃত্ব এবং শিক্ষিত সচেতন নাগরিকগণ এবং তরুণ সমাজ – কেউই এড়াতে পারেন না । শুধু রাজনীতির সমালোচনা করে রাজনীতিকে শুধরানো যায়না এবং যাবেনা। যতদিন না রাজনীতিতে উচ্চ ও সুশিক্ষিত সচেতন নাগরিকগণ প্রবেশ না করেন, ও তদ্রুপ প্রবেশে উপর্যুক্ত গোষ্ঠীসমূহ কার্যকরী সহায়তা না করেন এবং রাজনীতিতে (কার্যত ছাত্র রাজনীতি থেকেই) একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা সংযোজন না করা হয় ততদিন পর্যন্ত আমরা রাজনীতিকে একটি উচ্চ মানদণ্ডে নিয়ে যেতে পারব না। রাজনীতিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে রাজনীতি শিক্ষার অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ( অর্থাৎ স্ব স্ব দলের নিজস্ব রাজনৈতিক প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ারকশপ প্রদানের কেন্দ্রের) কথা বলা হচ্ছে। আর রাজনীতিকে সেই মানদণ্ডে নিয়ে যেতে না পারলে রাজনীতি, প্রশাসন, শিক্ষা, বিচারকার্য, সাংবাদিকতা, ব্যবসা, ও গোটা সমাজে যে পচন ধরেছে তার থেকে উত্তরণ সম্ভব নয়। এরূপ ক্ষেত্রে রাজনীতি সরকার পরিচালনার নিমিত্তে সমাজের ভিতর থেকে উদ্ভুত বিজ্ঞান ভিত্তিক, দার্শনিক, সমাজ ও রাষ্ট্রীয় সংস্কারপন্থী, উদারনৈতিক ও আদর্শিক দলীয় প্রতিযোগিতার সংস্কৃতি না হয়ে কেবেল harold Lasswell এর ভাষ্যতেই “Who gets, what, when and how” (অর্থাৎ রাজনীতি হলো কে, কখন, কি এবং কিভাবে পায়) এবং ক্ষমতা কেন্দ্রিক আলোচনাতেই থেকে যাবে। যাহোক, আমরা এমন একটি সময়ে বাস করি যেটাকে বলা হয় “পোষ্ট ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড”। এখানে টাকা মূল সমস্যা নয়, দক্ষতা , ভিশন, কমিটমেনট, নেতৃত্ব ও সোসাল চেঞ্জ এজেন্টের সংকট। সম্প্রতি প্রেসিডেন্ট, কোরিয়ান এসসিয়েশন অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আমন্ত্রণে কোরিয়ার দুটি শহর, একটি বিশ্ববিদ্যালয় ও একটি আন্তর্জাতিক কনফারেন্সে যাই। গত ৩০ বছরে দেশটি মানব, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে অভাবনীয় পর্যায়ে পৌঁছে গেছে। ২৫-৩০ বছর আগেও এটি আমাদের বর্তমান অবস্থায় ছিল। এরূপ অভাবনীয় সফলতার পিছনে আছে ” তৎকালীন ইমারজিং পোষ্ট ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের একটি প্রজন্মমের ভিশনারি নেতৃত্ব ও কমিটমেনট’ – যেটি নলেজ ও আইসিটি বেসড।

আমাদের পূর্ববর্তী দুটি প্রজন্ম সামষ্টিকভাবে সামাজিক, শিক্ষা, প্রশাসনিক, বিচারিক ও রাজনীতিক মূল্যবোধ সৃষ্টি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখনের তরুণ প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখি , এবং.স্বপ্নত তাই যা জেগে থেকে দেখা হয়। তার জন্য প্রয়োজন ঝুকি ও কষ্ট মেনে নেয়ার সাহস, কৌশলগত পরিকল্পনা ও কার্যকরী একশন । যদিও আমি বিশ্বাস করি সততা বিশেষ কোন গুণ নয়। মানুষত সৎই হবে, অনাচার মানুষের কাজ নয়। কিন্তু রাজনীতি, শিক্ষা, প্রশাসন, ব্যবসা, বিচারিক কাজে ও এমনকি গোটা সামজে এতটাই পচন ধরেছে যে এখন একজন সুশিক্ষিত-সভ্য মানুষকেও বলতে হয় যে আমি সৎ। তারপরও সবক্ষেত্রেই এখনও কিছু মানুষ আছে যারা সুবিধাবাদী নয়, পারিবারিক ও একাডেমিক সুশিক্ষা আছে – তাদের কেউ কেউ নিবৃতে চলে, কেউবা পরিবর্তনের এজেন্ট হিসেবে চরম ঝুকি নেয়। অন্ততঃপক্ষে ভাবে, স্বপ্ন দেখে, চেষ্টা করে ।

যেমন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শত প্রতিকূলতার মধ্যে ও বুকে পাথর প্রতিম কষ্ট নিয়ে তার দৃঢ় প্রচেষ্টায় যা করেছেন তার জন্য জাতিকে আজীবন কৃতজ্ঞ থাকতে হবে। বিশ্বের শীর্ষ দশ নেতৃত্বের অন্যতম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের পিছনে ছিলেন এবং আছেন আমাদের পোষ্ট ক্যাপিটালিস্ট ‘নলেজ ও আইসিটি বেসড প্রজন্মের’ প্রতিশ্রুতি ও দক্ষতার প্রতীক জনাব সজীব ওয়াজেদ জয় ও জনাব রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে নিয়ে তাদের মত আমিও স্বপ্ন দেখি। তাইত বঙ্গবন্ধু পরিষদের চেতনা থেকে মূলধারার রাজনীতির ঝুকি নেয়া। সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পাশে আমিও একজন সোসাল ও রাজনৈতিক মূল্যবোধের চেঞ্জ এজেন্ট হিসেবে মানব, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য তরুণ ও আগামীকে নিয়ে চলতে চাই । শুভ কামনা।

মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার
রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ক গবেষক এবং রাজনীতিবিদ। বাড়িঃ ধর্মপাশা-সুনামগঞ্জ। চেয়ারপার্সন, আন্তর্জাতিক পোস্ট গ্রাজুয়েট কার্যনির্বাহী কমিটি, জাতীয় উন্নয়ন প্রশাসন প্রতিষ্ঠান (নিডা),ব্যাংকক।
ইমেইলঃ [email protected]