খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: অনলাইনে ফাইল আদান-প্রদান ও সংরক্ষণের জন্য পরিচিত একটি সেবা হলো গুগল ড্রাইভ। এই সেবার আওতায় একজন ব্যবহারকারী কোনো প্রকার খরচ বহন করা ছাড়াই ১৫ মেগাবাইট স্পেস ব্যবহার করতে পারেন। অনেক সময় আবার এই ড্রাইভে রাখা ফাইল খুঁজে পেতে অনেক সময় ঝামেলা পোহাতে হয় ব্যবহারকারীদের। যদি সার্চ টুল ব্যবহার করেন তাহলে খুব সহজে খুঁজে পেতে পারেন এই ফাইলগুলো।
সার্চ টুল ব্যবহার করতে হলে শুরুতে গুগল ড্রাইভে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এর পর ‘search drive’- অপশনে গিয়ে আপনি যা খুঁজছেন তার নাম লিখতে হবে। নতুন একটি অপশন চালু হলে সেখানে ফাইলটি সার্চ করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই ফাইলটি।