Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

IMG_20170707_215347খােলা বাজার২৪।। শুক্রবার, ৭ জুলাই, ২০১৭: নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে প্রায় এক একর জমির উপর প্রতিষ্ঠিত “সিংগের গাড়ী জহুরিয়া শরীফ উচ্চ বিদ্যালয়”। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ১৯৯৪ইং সাল।শুরু থেকেই সুদক্ষ শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদান ও শিক্ষা সচেতন ব্যক্তি বর্গ নিয়ে গঠিত কমিটি দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টির শিক্ষার মানগত অবস্থান  সম্পর্কে প্রধান শিক্ষক শাহ্ মোঃ গোলাম মোস্তফা বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষাগত বিভিন্ন বিষয়ে ছাত্র/ছাত্রীরা যথেষ্ট এগিয়ে,বাৎসরিক সমাপনী পরীক্ষার ফলাফলও খুবই সন্তোষজনক। তিনি আরও বলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার মানগত অবস্থান কিশোরঞ্জ উপজেলা সেরা বিদ্যালয় গুলোর মধ্যে একটি।  তিনি বাৎসরিক সমাপনী পরীক্ষার বিভিন্ন ক্লাশের জাতীয় ফলাফলের সফলতার বিষয় তুলে ধরেন। তার মধ্যে যেমন গত জে,এস,সি পরীক্ষায় উত্তীর্ন ছাত্র/ছাত্রী সংখ্যা ছিল ৯০জন যার ৮৯জন শিক্ষার্থী সফলতার সাথে কৃতকার্য হয়েছে এবং গত এস, এস,সি পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১জন সন্তোষজনক ফলাফলে উত্তীর্ন হয়। এবার এস,এস,সি পরীক্ষার প্রস্তুতি ছাত্র/ছাত্রী সংখ্যা ৮৬জন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ্ মোঃ আবু রায়হান সাহেবের সাথে কথা বলে জানা যায়,বিদ্যালয়টি হাটি হাটি পা পা করে সফলতার সাথে এগিয়ে চলছে,কিন্তু বিদ্যালয়ের কাঠামোগত কোন উন্নয়ন হচ্ছে। দুঃখের বিষয় যে, বিদ্যালয়টিতে আজ অবধি শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়নি।বিদ্যালয়টিতে ৫৫০ জন ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকা মন্ডলীর নানা মুখী প্রয়োজনীয়তা ও বিদ্যালয়টির কাঠামোগত পরিবর্তনের জন্য একটি একাডেমিক ভবন নির্মান ও সীমানা প্রাচীর তৈরি হওয়া খুবই জরুরী বলে  তিনি গুরুত্ব আরোপ করেন।প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক/ছাত্র/ছাত্রী ও এলাকাবাসির দাবি উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন পূবর্ক উক্ত বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও চলমান সরকারের ডিজিটাল বাংলাদেশের রুপ রেখায় আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার অগ্রগতি ও প্রতিষ্ঠানটি উন্নয়ন মূখী করে এগিয়ে নেওয়ার জোড়ালো দাবি ও বিশেষ ভাবে আহ্বান।।