খােলা বাজার২৪।। রবিবার, ৯জুলাই, ২০১৭: শুধু মুখেই মানুষ গড়ার কারিগড় বাস্তবে কতটা সম্মান পাচ্ছেন শিক্ষকরা। এমপিওভুক্ত ৪০ হাজার শিক্ষকদের পেনশন পেতে পদে পদে ভোগান্তি ঘুরতে হয় বছরের পর বছর । শিকার হন দুর্ব্যবহারেরও। ভুক্তভোগী প্রবীণ শিক্ষকরা বলছেন শিক্ষামন্ত্রণালয়ের অস্বচ্ছ নীতি মালার কারণেই শেষ বয়সে এমন হয়রানির শিকার হচ্ছেন তারা। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন নীতি নির্ধারকরা।
ব্রাহ্মবাড়িয়ার হাই স্কুল শিক্ষক শাহআলম। চার বছর আগে শেষ হয়েছে কর্মজীবন। এরপর পেনশনের সব কাগজপত্র জমা দিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারি অবসর বোর্ডে । কয়েক দফায় ঢাকায়ও এসেছেন ।
প্রায় একই অবস্থা আবেদন জমা দেয়া ৪০ হাজার এমপিওভুক্ত শিক্ষকের। বয়সের কারণে তাদের প্রায় সকলেরই বেড়েছে চিকিৎসা ব্যয়। কিন্তু প্রয়োজনের সময় পেনশনের টাকা থেকে বঞ্চিত শিক্ষকেরা। উল্টো কপালে জোটে বোর্ডর কর্মকর্তা-কর্মচারিদের দুর্ব্যবহার।
বরিশালের মাদরাসা শিক্ষিকা মাহমুদা খাতুনও জানালেন তার তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি বলেন অবসরবোর্ডের কর্মকর্তা কাছে গেলে কিছু না বুঝিয়েই ফিরিয়ে দেয়। পরে বাইরে আমার মতো আসা অনেকের কাছ থেকে ফেরার কারণজেনে তাদের কাছেই জানতে পারি কাগজ-পত্রের নিয়মনীতি সম্পর্কে। কিন্তু তারা কিছুই বুঝিয়ে দেয়নি।
ভুক্তভুগিদের অভিযোগ প্রভাবকাটিয়ে অনেকই আগেভাগে পেনশন নিতে পারলেও । অনেক সাধারণ শিক্ষকেই অপেক্ষা করতে হয় চার থেকে পাঁচ বছর।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে আসা এই শিক্ষকদের দ্রুত পেনশন পাওয়ারই নিয়ম নেই। অভিযোগ রয়েছে শিক্ষামন্ত্রণালয় পেনশন সংকটের সমস্যা সমাধান করতে ব্যর্থ হচ্ছে। এরসাথে যুক্ত হয়েছে সম্প্রতি সরকারি বেতন বাড়ানোতে পেনশনের পরিমান নিয়ে জটিলতা।
বেসরকারি শিক্ষক অবসর সুবিধাবোর্ড পরিচালক, মো: খসরু আলম বলেন, চার থেকে পাঁচ বছরের সময়টা কমে আসবে বলে আমার মনে হয়। এবং এরই মধ্যে কমে আসতে শুরু করেছে। আর দু এক বছর গেলে পেনশনের টাকা চার বছরের জায়গায় হয়ত দুই বছরের মধ্যেই দিতে আমরা পারবো।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যশিক্ষা বিভাগ সচিব সোহরাব হোসাইন বলেন ,আমাদের মূল কাজই হচ্ছে তারাযেনো অবসরের পরপরই অবসর ভাতা যেনো পেতে পারে। আর তা যেনো সহজেই নিতে পারে আমরা সে জন্য নানামুখী পর্যায়েরচেষ্টা করবো।
এমপিওভুক্ত শিক্ষকদের শেষ জীবনে এমন ভোগান্তি লজ্জাকর বলছেন শিক্ষাবিদরা।
জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, আমি টাকা দিবোই যেহেতু তাহলে শিক্ষকদের কেনো চার বছর অপেক্ষা করতে হয়। টাকাটা ছয় মাস এক বছরের মধ্যেদেয়ারচেষ্টা করা যায়।
তবে নীতি নির্ধারকদের দাবি ২০১৮ সালের পর পেনশন পেতে এমপিওভুক্ত শিক্ষকদের ভোগান্তি অনেক কমে যাবে।
সূত্র : যমুনা টিভি