খােলা বাজার২৪।। সোমবার, ১০ জুলাই, ২০১৭: গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর, জুমাতুল বিদা এবং ঈদ-উল-ফিতরের ৪৪ দিনের ছুটি শেষে আগামিকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছুটি কাটানোর পর এরই মধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
এদিকে কয়েকদিন আগেই আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্র্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগেই হলগুলো খুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হয়। তবে প্র্রশাসনিক কার্যক্রম চলে ১৫জুন পর্যন্ত।
এসএমজে