খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭: রাশিয়াভিত্তিক এন্টি-ভাইরাস কোম্পানি ক্যাসপারস্কাই নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। মস্কোর গোয়েন্দাদের সঙ্গে যোগসাজস রয়েছে এই কোম্পানিটির এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হলো রুশ সাইবার নিরাপত্তার এই সফটওয়ারটি।
মার্কিন জেনারেল সার্ভিসের এক বিবৃতিতে জানানো হয়, বিশ্বের অন্যতম সাইবার সিকিউরিটি সফটওয়্যার ক্যাসপারস্কাই যুক্তরাষ্ট্রের ক্রয়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন থেকে ক্যাসপারেস্কির কোনো পণ্য ক্রয় করা হবে না।
মার্কিন জেনারেল সার্ভিস হচ্ছে মার্কিন সরকারের ক্রয়ের কর্তৃপক্ষ। মার্কিন সরকারি নথিপত্র নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব জিএসএ কোম্পানির সফটওয়ার ক্রয় করার চূড়ান্ত করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
গত সপ্তায় মার্কিন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ক্যাসপারস্কাই সফটওয়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শীর্ষ গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থার উদ্বেগের এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রে বাতিল করা হলো কাসপারস্কাই।
গত বছরের মার্কিন নির্বাচনে রুশ হ্যাকাররা জড়িত এমন অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে। ডেমোক্রটরা রাশিয়াকে দোষলেও তা বার বারই অস্বীকার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই নতুন করে রুশ সফটওয়ার বাতিল করা হলো।
সূত্র: ব্রিথবার্থ ও জিও নিউজ