খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪জুলাই, ২০১৭: বিগত বছরগুলোতে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বেড়েছে। সারা বিশ্বে ফেসবুক ব্যবহারের দিক থেকে শীর্ষস্থানীয় দেশগুলোর যে তালিকা প্রস্তুত করা হয়েছে তার মধ্যে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ৩ নম্বর অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দুই নম্বর অবস্থান থেকে এই অবনমন হয়েছে। দ্য নেক্সট ওয়েবের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’। এ তালিকায় এক নম্বরে অবস্থান করছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এরপরই আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
দ্য নেক্সট ওয়েবের প্রতিবেদন অনুসারে, বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা আড়াই কোটির উপরে। যদিও ইউএনএফপিএ ও বিবিএস’র তথ্যানুসারে গত বছর ঢাকা ও এর আশপাশের এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যা ধরা হয়েছিলো ১ কোটি ৭০ লাখ। প্রতিবেদনে বলা হয়েছিলো- বিগত ২০ বছরে এ শহরে মানুষ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে এবং প্রতিদনই মোট জনসংখ্যার সঙ্গে নতুন প্রায় ১ হাজার ৭০০ মানুষ যুক্ত হচ্ছে।
১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী ঢাকা মেগাসিটি এলাকার জনসংখ্যা ছিল ৬৪ লাখ ৮৭ হাজার। ২০০১ সালের আদমশুমারিতে দেখা যায়, জনসংখ্যা বেড়ে হয়েছে ৯৬ লাখ ৭৩ হাজার। ২০১১ সালে তা বেড়ে ১ কোটি ৪১ লাখ ৭২ হাজারে। বছরে ৬ লাখ ২৯ হাজারের মতো মানুষ বাড়ছে।
ইউএনএফপিএর প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর মেগাসিটিগুলোর মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ঢাকায়। এখানে প্রতি বর্গকিলোমিটারে ৪৩ হাজার ৫০০ মানুষ বাস করে। ঢাকার কাছাকাছি জনঘনত্ব ভারতের মুম্বাইয়ে প্রতি বর্গকিলোমিটারে ৩২ হাজার ৪০০। এরপর হংকংয়ে ২৬ হাজার ৪০০।
এখন প্রশ্ন উঠেছে, ঢাকা শহরের প্রেক্ষাপটে যেখানে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীই রয়েছে আড়াই কোটি, সেখানে মানুষের সংখ্যা তার চেয়ে কম হয় কি করে? যদিও সবাই ফেসবুক ইউজ করে না বলেই জানা যায়। ফেসবুক ব্যবহারের প্রবণতা সাধারণত তরুণদের মধ্যেই বেশি। বয়ষ্কদের বেশিরভাগই এই মাধ্যমে অভ্যস্থ নন।