খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭: এবিসিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেশ কাজ করছে আমাদের দূর্যোগ, ত্রাণ মন্ত্রনালয়। তারপরেই কাটিয়ে উঠতে পারঝে না। পরিস্থিতি উন্নতি করা যাচ্ছে না।
শবনম আযীমের সঞ্চালনায় একাত্তর নিউজের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যারয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান।
সুভাষ সিংহ রায় বলেন, প্রতিবছর বন্যা হচ্ছে কেনো আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে পেরে উঠছি না। এটা আমাদের জন্য একটা অক্ষমতা। এখানে আমাদের দক্ষতার অভাব, নীতি, কার্যক্রমের ক্ষেত্রে অনেক রকম ত্রুটি আছে। এসব নিয়ে আলোচনা করলো অনেক কিছু উঠে আসবে। আমি ভারতের আসাম নিয়ে যদি বলি। সেখানে পুরাটা ডুবে গেছে। অনেক মানুষ মারা গেছে ভূমিধসে।
কখন বন্যা হয় আমরা জানি তার আগে যদি প্রস্তুতি নিয়ে রাখি। কি কি করণীয় বন্যার সময়। তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি বা প্রাণহানি থেকে বাঁচতে পারি। এটা আমাদের করা দরকার। আমাদের দেশে দূর্যোগ, ত্রাণ মন্ত্রনালয় দু’মাস আগে থেকে বন্যা নিয়ে বেশ কাজ শুরু করছে। কিন্তু তারপরেও আমরা কেনো বন্যা পরিস্থিতি কাটিয়ে উন্নতি করতে পারছি না।