Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭:  6স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাকে যেন কখনো বেশি নিরাপত্তা দিতে গিয়ে জনগণ থেকে আদালা করা না হয়। একজন প্রধানমন্ত্রী যে শুধু রাষ্ট্রপরিচালনা করবেন বিষয়টা কিন্তু এমন নয়। তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার সাথে সাথে জনগণেরও নেত্রী। আমরা যদি তার অতীত দেখি তাহলে আমরা দেখতে পাই হচ্ছে, তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধু সারা জীবন মানুষের সাথে কাটিয়েছেন। তাছাড়া এটা জনগণের একটা আশাও থাকে, রাষ্টের প্রধান যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়।

শনিবার রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন্তব্য করেন ডেফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শেখ শফিউল ইসলাম।

তিনি আরো বলেন, জনগণ যেমন চায় দেশের প্রধানমন্ত্রী জনগণের ভাষা বুঝুক। জনগণের কাছে থাকুক। আবার দেশের প্রধানমন্ত্রীও যদি জনগণের কাছে থাকতে চান তাহলে বিষয়টা খুবই ইতিবাচক একটা বিষয়। আসলে রাষ্ট্রের প্রধানের এমনই হওয়া উচিত। যদি এমন কখনো হয় যে তিনি জনগণের কাছে এসে জনগণের কথা শুনবেন তাহলে আরো অনেক ভালো হবে। আসলে প্রধানমন্ত্রী জনগণের কথা শোনেন কিন্তু সেটা অনেক মাধ্যম হয়ে। যদি সরাসরি তিনি জনগণের কথা শুনতে পারতেন তাহলে সেটা আরো অনেক বেশি ভালো হতো।

শফিউল ইসলাম আরো বলেন, একজন জনপ্রতিনিধির শক্তিই হচ্ছে জনগণ। সুতরাং তার সাথে জনগণের সম্পর্কটা যত গভীর হবে তার শক্তিও তত বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই মনমানষিকতা জনগণের জন্য খুবই ইতিবাচক হবে।