Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭:  67যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের অদূরে মেক্সিকো উপসাগরে ৬০ ফুট পানির নিচে প্রাচীন একটি সাইপ্রেস বনের সন্ধান পাওয়া গেছে। এই বনটি ৬০ হাজার বছরেরও বেশি আগের একটি বরফ যুগের সমসাময়িক, যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ছিলো আজকের দিনের চেয়ে ৪’শ ফুট নিচে।

এই বনটি পৃথিবী নামের এই গ্রহের অতীত জানার এক অভিনব স্মৃতিচিহ্ন হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এটিই বিশ্বের এত প্রাচীন একমাত্র স্থান যেটি সংরক্ষিত অবস্থায় রয়েছে। এটি হতে পারে তথ্যের এক অফুরন্ত ভা-ার যাতে এই অঞ্চলে মানব বসতি স্থাপনের আগের জলবায়ু থেকে শুরু করে পোকামাকড়, বৃক্ষরাজির ধরণ ইত্যাদি সব বিষয়েই তথ্য জানা যাবে। বনাঞ্চলের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ডুবে থাকা এই বনের ওপর গবেষণা শেষে আল.কমের অনুসন্ধানী প্রতিবেদক বেন রেইনস একটি তথ্যচিত্র তৈরি করেন। বিজ্ঞানীদের বিশ্বাস, যুগের পর যুগ ধরে বনটি পানির নিচে তলিয়ে ছিলো। ২০০৪ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইভানের সময় সমুদ্রে বিশালাকারের ঢেউয়ের সৃষ্টি হলে পানির নিচের বনটি দৃশ্যমান হয়। রেইনস ও আল.কম বনটি থেকে প্রথম নমুনা সংগ্রহ করেছে এবং তারা সেখানে ২০১২ সাল থেকে শুরু হওয়া প্রতিটি বৈজ্ঞানিক মিশনে অংশ নিয়েছে।

আজ পর্যন্ত বিশ্বের কোথাও এধরণের প্রাচীন ও ব্যাপকতাসম্পন্ন আর কিছু কখনই আবিষ্কৃত হয়নি। অক্সিজেনশুন্য সমুদ্রগর্ভে বনটি একটি প্রাকৃতিক টাইম ক্যাপসুলের ভেতরে সংরক্ষিত রয়েছে বলে বিজ্ঞানীরা জানান।
দ্য আন্ডারওয়াটার ফরেস্ট নামে তৈরি রেইনস-এর তথ্যচিত্রটি আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৬ টায় এবং ২৪ জুলাই রাত নয়টায় আলাবামার সরকারি টেলিভিশনে দেখানো হবে।

সূত্র: বিবিসি