Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: 7ভেনিজুয়েলায় আগামী ৩০ জুলাই সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলোর পক্ষ থেকে প্রতীকি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এ প্রতীকি নির্বাচনে অনেকে ভোট দিচ্ছেন। মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ভোটারদের লাইনে দাঁড়ানো ৬১ বছরের এক নার্স জিয়েমার সোলেদাদ স্কটকে গুলি করে হত্যা করেছে। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

বিরোধীদল এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অভিযোগ করেছে যে ‘প্যারামিলিটারি’ গ্যাংএর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে গুলির পর অনেকে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। নিকটে একটি চার্চে অনেকে আশ্রয় নেন।

ভেনিজুয়েলায় গত এপ্রিল থেকে রাজনৈতিক গোলযোগে অন্তত ১’শ মানুষ নিহত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে নতুন আরেক একনায়কের নাম ঘোষণা করা হতে পারে এমনটাই বলছেন, ভেনিজুয়েলার সরকার সমর্থকরা। বিরোধীদলগুলোর পক্ষ থেকে রোববার এ ধরনের প্রতীকি নির্বাচনের আয়োজন করা হয়। বিভিন্ন থিয়েটার হল, খেলার মাঠ, উন্মুক্ত স্থানে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলার বাইরে অন্তত ১’শ টি দেশে এ প্রতীকি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। দেশটির বিরোধীদলের মুখপাত্র কার্লস ওকারিজ এ হত্যাকা-ের নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমরা অত্যন্ত ব্যথিত’।

এ প্রতীকি নির্বাচনে ভোটারদের জিজ্ঞেস করা হচ্ছে তারা কি দেশটির সোশালিস্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামল আগামী বছর শেষ হবার আগেই নির্বাচন চান কি না এবং সংবিধান রক্ষার জন্যে সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপ চান কি না। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ধরনের প্রতীকি নির্বাচনকে অর্থহীন বলে মন্তব্য করেছেন।