Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: 11তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, বর্তমান ইসির কাছে একটাই প্রত্যাশা যে নির্বাচনের আগে যেনো তারা সকল দলের অংশগ্রহনের মত একটা ভালো নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে।

মিথিলা ফারজানা’র সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি এ কথা বলেন। এছাড়া ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শত্তকত মাহমুদ।

এম হাফিজ উদ্দিন খান বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়ে তাদের কি করণীয় তা নিয়ে রোডম্যাপ দিবেই। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। সব রাজনীতিক দলের সম অধিকার নিয়ে নির্বাচন কমিশন যেটা বলেছে, তাদের দায়িত্ব হলো নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে সকল রাজনৈতিক দলের সমঅধিকার নিশ্চিত করা।

কিন্তু বর্তমান সরকারের নেতারা সহ প্রধানমন্ত্রী নিজেও যেখানে সভায় যাচ্ছে ভোট চাচ্ছে আর বিএনপি তো ঘরেই বসে আছে। তাদের মিটিং করার কোন সুযোগ দেওয়া হয় না। আ স ম আব্দুর রহমানের বাসায় কয়েকজন চা-আড্ডায় মিলিত হয়েছিল। কয়েকদিন আগে সেখানে পুলিশ বাধা দিয়েছে। তাহলে তো হলো না লেভেল প্লেইং ফিল্ড। বর্তমান ইসির কাছে একটাই প্রত্যাশা যে নির্বাচনের আগে যেনো তারা সকল দলের অংশগ্রহনে মত একটা ভালো নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে। ভালো নির্বাচনের জন্য যদি কোন আইনগত ত্রুটি থেকেও থাকে তাহলে সব দলের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যদি সাপোর্ট দেয় সবার সাথে আলোচনা করে নির্বাচনকালীন সরকার নিয়ে সমস্যা সমাধানে আসতে হবে । তা না হলে নির্বাচনটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।

এক প্রশ্নের জবাবে এম হাফিজ উদ্দিন খান বলেন,সুষ্ঠু নির্বাচন করতে ইসিকেই তৎপর হওয়া উচিত । তারা যদি প্রকৃত সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে তাদেরকে তৎপর হতে হবে।