Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: 60কুড়িগ্রামের রাজারহাটে মটর সাইকেলের ধাক্কায় মোঃ আবুল হোসেন (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার নাজিমখান সড়কের কালিরপাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠান পাড়া গ্রামের মানুর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মটর সাইকেল এসে ধাক্কা দেয়। এতে সে পাকা রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নাজিমখান ইউপি চেয়ারম্যান আঃ মালেক (নয়া) পাটোয়ারী সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।