খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: কোনও জ্বালানি ছাড়াই স্বচল, এমন একটি জাহাজ নিয়ে পৃথিবীকে জলপথে প্রদক্ষীণ শুরু করেছেন ফ্রান্সের দুই অভিযাত্রী। পরিবেশ দূষণকারী বর্জ নির্গমন-মুক্ত ভ্রমণ আন্দোলন শুরু করতেই তাদের এই উদ্যোগ।
সাবেক ‘বোট রেসার’ ভিক্টোরিয়েন এরুসার্ড ও নৌ-অনুসন্ধানকারী জেরম ডেলাফসে মিলে এই অভিযানটি পরিচালনা করছেন। অভিযানের অংশ হিসেবে ৫০টি দেশে মোট ১০১ জায়গায় যাত্রাবিরতি দেবেন তারা। পরিকল্পনা অনুযায়ী ছয় বছর সময় লাগবে অভিযান।
‘এনার্জি অবসার্ভার’ নামের ওই জাহাজটি পূর্বে একটি রেসিং বোট ছিল, যেটি প্রকৌশলী, ডিজাইনার ও নৌ-স্থপতিসহ ৫০ জনের একটি দল রূপান্তর করে সম্পুর্ণ দুষণমুক্ত হিসেবে প্রস্তুত করেছে।
জ্বালানি ছাড়া পরিচালনার লক্ষে জাহাজে হাইড্রোজেন সেল সিস্টেম, সোলার সিস্টেম এবং উইন্ড টারবাইন ব্যবহার করা হয়েছে। ১০০ ফুট দীর্ঘ জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছে অর্ধকোটি ডলার।
দিনের বেলা জাহাজ চালনার কাজে ব্যবহার হবে সোলার সিস্টেম ও উইন্ড টারবাইন থেকে পাওয়া সৌর ও বায়ু বিদ্যুৎ। একইভাবে রাতে স্বচল থাকবে হাইড্রোজেন সেল সিস্টেম, যা সমুদ্রের নোনা পানি থেকে তড়িৎ বিশ্লেষণে পাওয়া পর্যাপ্ত হাইড্রোজেন দিয়ে জাহাজ চলমান রাখবে।
অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা এটিকে বলেছেন, ‘বিশ্ব পরিক্রমণে প্রথম হাইড্রোজেন চালিত জাহাজ। ‘এনার্জি অবসার্ভার’ এর ওয়েবসাইটে একটি উদ্ধৃতিতে ক্যাপ্টেন ভিক্টোরিয়েন এরুসার্ড লিখেছেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবেলা করার কোন সহজ উপায় নেই। পরিবেশেই এর সমাধান রয়েছে, যা আমরাদের ব্যবহার করতে শিখতে হবে।’
ওয়েবসাইটে আরো বলা হয়েছে, অভিযানের প্রত্যেক যাত্রা বিরতিতে পরবর্তী পরিকল্পনা স্থির করা হবে। তবে তারা শক্তি সঞ্চয়ে ইতোমধ্যে অবদান রাখা শহরগুলোতে যাত্রাবিরতি দেবে। তাদের প্রাথমিক পরিকল্পনা হলো যাত্রা বিরতির স্থানগুলোতে নৌ বিষয়ে প্রদর্শনী ও বাণিজ্য মেলা আয়োজন তাদের আন্দোলন সম্পর্কে সকলকে জানানো।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ‘এনার্জি অবসার্ভার’ শনিবার প্যারিসের ডক থেকে ছেড়ে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে গেছে। ফরচুন