Mon. Sep 15th, 2025
Advertisements

85খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭: রুটিনসহ পরীক্ষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে পুলিশের ছোড়া টিয়ারশেলে তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, পুলিশের বাধা পেয়ে বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাস ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে। সেখানে তারা পরীক্ষার দাবিতে নানা স্লোগান দিচ্ছে।

এর আগে, সেশনজট ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান অবস্থান নেয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ শিক্ষার্থীরা।