Fri. Sep 12th, 2025
Advertisements

austr

খােলা বাজার২৪।। শুক্রবার, ২১জুলাই, ২০১৭:  পারিশ্রমিক দ্বন্দ্বের সমাধানে গত শনিবার প্রথমবারের মতো আলোচনার টেবিলে বসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। তখন কোনও মীমাংসায় পৌঁছাতে না পারায় বুধবার আবারো বৈঠকে বসে দুই পক্ষ।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, শম্ভূকগতিতে এগোচ্ছে সংকট সমাধানের চেষ্টা। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। সমঝোতা চুক্তি না হলে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ার আশঙ্কাই বেশি।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, বাংলাদেশ সফর বাতিল হলে অক্টোবরে ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরেও যাবে না অস্ট্রেলিয়া দল। এদিকে দেশটির সাবেক পেসার মিচেল জনসন মনে করছেন, পারিশ্রমিক দ্বন্দ্বে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ক্ষতি যা হওয়ার আগেই হয়েছে।

জনসন বলেন, এখন সমাধান হলেও ক্ষতি যা হওয়ার আগেই হয়েছে। খেলোয়াড়দের লোভী অভিহিত করে তাদের ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। ক্রিকেট হয়তো আগের মতোই এগিয়ে যাবে, কিন্তু খেলোয়াড়দের ভবিষ্যৎ শঙ্কায় থাকবে।