Mon. Sep 15th, 2025
Advertisements

 

খােলা বাজার২৪।। রবিবার, ২৩ জুলাই, ২০১৭:  প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ। সংস্থাটির চলতি বছরের পুরস্কারের জন্য ঘোষিত ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ‘সেরা বাঙালি খেলোয়াড়’ ক্যাটাগরিতে পুরস্কৃতদের তালিকায় স্থান পেয়েছেন তিনি।

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার ও এবিপি আনন্দ চ্যানেলের সূত্র অনুযায়ী, আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে ‘সেরা বাঙালি ২০১৭’ খেতাব প্রদান অনুষ্ঠান। মাশরাফিকে খেতাব প্রদান ও পুরস্কৃত করার ব্যাপারটি ইতোমধ্যে বিসিবির মাধ্যমে জানিয়েছে আয়োজকরা। যদিও এখনো এ প্রসঙ্গে মাশরাফির অনুভূতি জানা যায়নি।

২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী জিতেছিলেন এ খেতাব। ২০১২ সালে খেতাবটি জুটেছিল বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারীর। এ ছাড়াও পুরস্কারটি জিতেছিলেন স্বনামধন্য ব্যক্তিত্ব নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও।