Mon. Sep 15th, 2025
Advertisements

1500878642খােলা বাজার২৪।। সোমবার, ২৪ জুলাই, ২০১৭: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে খলিলুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় ভোনার ইউনিয়নের বিশ্রামপুর এলাকা থেকে লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত মিজানুর রহমান। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আকবর আলী, আব্দুর রহিম ও আব্দুস সোবহান।

পুলিশ ও পারবিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ভানোর ইউনিয়নে খলিলুর রহমান (৬০) এর সাথে প্রতিবেশী মিজানুর রহমান মাস্টারসহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। গত রবিবার রাতে কয়েকজন খলিলুর রহমানকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর রাতে আর বাড়ি ফিরেননি খলিলুর রহমান। সোমবার সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধের গলাকাটা লাশ দেখতে পেয়ৈ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ শনাক্ত করেন। পরে পরিবারের লোক এসে খলিলুর রহমানকে চিহ্নিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, জমির বিরোধ নিয়ে দুর্বৃত্তরা খলিলুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে বলে প্রাথিমকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।