Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

chikunখােলা বাজার২৪।। শনিবার, ২৯ জুলাই, ২০১৭: জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহনকারী এডিস মশার উৎপাত ঠেকাতে এবার ছাড়া হচ্ছে ব্যাকটেরিয়াযুক্ত ২ কোটি পুরুষ মশা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো’তে এই মশা ছাড়বে দেশটির একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান।

তবে মশা ছাড়ার কারণে ভয় পাবার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি। বলেছে এই মশা মানুষের জন্য ক্ষতিকর নয়।

এরা বন্য স্ত্রী মশার সঙ্গে প্রজননের পর বংশবিস্তারে সক্ষম নয় এমন ডিম সৃষ্টি করবে। এর মাধ্যমে মশার সংখ্যা ও এগুলোর মাধ্যমে রোগের সংক্রমণও কমবে বলে আশা করা হচ্ছে।

মশা ছাড়ার এ উদ্যোগ মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট-এর ভেরাইলি লাইফ সায়েন্সেস বিভাগের একটি পরিকল্পনার অংশ। ভেরাইলি’র প্রধান প্রকৌশল কর্মকর্তা লিনাস আপসন বলেন, ‘আমরা যদি দেখাতে পারি যে এই কৌশল কাজ করছে, আমার বিশ্বাস আমরা এটিকে একটি টেকসই ব্যবসায় পরিণত করতে পারব। কারণ এই মশার বোঝাটা বিশাল। ‘

ভেরাইলি প্রাথমিকভাবে তিনশ’ একরের দুটি এলাকায় প্রতি সপ্তাহে ১০ লাখ করে ২০ সপ্তাহ ধরে মশা ছাড়ার পরিকল্পনা করছে।