Fri. Sep 19th, 2025
Advertisements

khaleda25খােলা বাজার২৪।। সোমবার, ৩১ জুলাই, ২০১৭: রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১টি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য দিন পিছিয়ে আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এদিন ধার্য করেন।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলাগুলোর রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আটটি মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানায় নাশকতার দু’টি মামলা।

আগামী বৃহস্পতিবার ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।