Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ৩১ জুলাই, ২০১৭: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতারা যা করতে পারেননি তা করে দেখাবে অ্যাপ, এমনটাই দাবি ‘লিভএমোমেন্ট’ নামের একটি অ্যাপ নির্মাতার।

শুনে মনে হতে পারে বড় কোনো প্রযুক্তি এনে বছরের পর বছর ধরে থাকা সংঘর্ষের ইতি টানা হবে। কিন্তু না, অ্যাপটির প্রতিষ্ঠাতা ডেবোরাহ গ্রিন-এর তত্ত্বের মূলটা তার ‘শান্তির তিন ফুট’ ধারণাতেই রয়েছে। তার মতে, যদি সবাই তাদের কাজের অংশটুকু করে আর শান্ত থাকে, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি। শিশুদের সঙ্গে কাজ করতে করতে তিনি এমন ধারণা পান, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। ওই শিশু তাকে বলে, বিশ্ব শান্তির ব্যবস্থা করা তার জন্য অনেক বড় ধরনের কাজ।

“আমি তাকে বলি, ‘তুমি শান্তির তিন ফুট ব্যবস্থা করতে পারবে? কারণ এটাই তোমার বিশ্ব।’ যদি আপনি যদি শান্তির তিন ফুট ব্যবস্থা করতে পারেন, আমি যদি তিন ফুট ব্যবস্থা করতে পারি, আমরা একত্রিত হতে পারি”- বলেন গ্রিন।

কিন্তু এই তিন ফুট বিষয়টি কী? বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিভএমোমেন্ট অ্যাপটি মানুষকে প্রতিদিন তিন মিনিটের একটি সেশন নিতে উৎসাহ দেয়। এই সেশনে তারা তাদের আবেগ প্রতিফলিত করবেন। সহজ করে বললে, প্রত্যেককে ঠিক ওই মূহুর্তে তিনি কেমন বোধ করছেন তা বোঝাতে তিনটি শব্দ বলতে হবে।

বৈশ্বিক একটি ম্যাপে ব্যবহারকারীদের আবেগ রেকর্ড করা থাকবে। কোনো ব্যবহারকারী তার শব্দগুলো বলে দিলে বিশ্বের কোথায় কারা কারা একই রকম বোধ করছেন তা দেখতে পাবেন।

শুধু তিনটি শব্দ বলাই নয়, অ্যাপটি ব্যবহারকারীরা তাদের আবেগ প্রকাশে ১৫ সেকেন্ডের ভিডিও ধারণের সুযোগও পাবেন। এই ভিডিও অ্যাপটির অন্যান্য ব্যবহারকারীর সঙ্গেও শেয়ার করা যাবে। আর কারও যদি এটি করার জন্য প্রতিদিন রিমাইন্ডারের দরকার হয়, সে ব্যবস্থাও রয়েছে।

অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড ও আবেগ প্রকাশে শব্দগুলো রেকর্ড করা যাবে। তবে, বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে ব্যবহারকারীদের পাঠানো ভিডিওগুলো দেখতে, আর তারা কেমন বোধ করছে ও ওই ব্যবহারকারীর ‘আবেগ প্রকাশের ইতিহাস’ কীভাবে নিচ্ছে তা দেখতে অর্থ পরিশোধ করতে হবে। এজন্য প্রতি মাসে গুণতে হবে ২.৯৯ ডলার, যারা দীর্ঘমেয়াদের জন্য সাইন আপ করবেন তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এ থেকে হওয়া লাভের এক চতুর্থাংশ বিশ্ব শান্তির প্রচারণায় অলাভজনক খাতে উৎসর্গ করা হবে।

এই অ্যাপের সঙ্গে গ্রিন লিভএমোমেন্ট-এর একটি ডকুমেন্টারি সিরিজ বানাতে কাজ করছেন। এর নাম দেওয়া হয়েছে ‘আওয়ার স্টেইট অফ পিস’। এতে দেখা যাবে, গ্রিন পাঁচশ’রও বেশি মানুষের কাছ থেকে শান্তিবিষয়ক সাক্ষাৎকার নিয়েছেন। এই অনলাইন ভিডিও ব্লগগুলো একটি ওয়েবসাইটে পোস্ট করা হবে।