Fri. Sep 19th, 2025
Advertisements

105540moon_kalerkantho_picখােলা বাজার২৪।। বুধবার, ০২ আগস্ট, ২০১৭: সৌরজগতের বাইরে সম্ভবত প্রথম কোনো এক্সোমুন বা উপগ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা। এমনটাই দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে এই উপগ্রহের সন্ধান পেয়েছে তাঁরা। একটি দৈত্যকার গ্রহের কক্ষপথে ঘুরে চলেছে সেটি।

এক্সোমুন ক্যানডিডেট কেপলার ১৬২৫ বি আইকে একটি গ্রহের কক্ষপথে ঘুরতে দেখেছেন বিজ্ঞানীরা। এটি আয়তনে বৃহস্পতির চেয়ে বড় ও নেপচুনের সমান। তাই গবেষকদের দল একে ‘নেপ্টমুন’ নাম দিয়েছেন।

নেপ্টমুন সম্পর্কে আরো তথ্য পেতে হাবল স্পেস টেলিস্কোপের ব্যবহার করা হবে বলে জানিয়েছে গবেষকরা।