Mon. Sep 15th, 2025
Advertisements

1030432_kalerkantho_picখােলা বাজার২৪।। বুধবার, ০২ আগস্ট, ২০১৭: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ২০০৩ সালে নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। স্বামী রাজিব বিশ্বাসের সঙ্গে পরে ছাড়াছাড়ি হয়ে গেলেও একমাত্র সন্তান অভিমন্যু চ্যাটার্জী ঝিনুক শ্রাবন্তীর সঙ্গেই আছে।

একমাত্র ছেলের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন শ্রাবন্তী। সম্প্রতি ছেলে ঝিনুকের সঙ্গে শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়। সেখানে মা-ছেলের ছবি তোলার ধরন নিয়েও হয় ব্যাপক সমালোচনা।

কিন্তু শ্রাবন্তী সেসবে কান দেননি। সম্প্রতি তিনি জানিয়েছেন ছেলে ঝিনুককে ভাই বলে ডাকেন তিনি। একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, আমার ছেলে আমার ভাই হয়ে গিয়েছে। লম্বায় আমার সমান। আর কী পার্সোনালিটি! এজন্য ভাই বলেই ডাকি এখন।