Thu. Sep 18th, 2025
Advertisements

ru_arrest_pic_(1)খােলা বাজার২৪।। বুধবার, ০২ আগস্ট, ২০১৭: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীর বাড়ি থেকে অস্ত্র, বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাবি সংলগ্ন নতুন বুধপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এর আগে ওই রাবি কর্মচারী ও তার এক সহযোগিকে আটক করে র‌্যাব। তারা হলেন, রাবির স্টুয়ার্ড শাখার কর্মচারী আবু রাজ তুহিন ওরফ সাধু ও রিজু।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আবু রাজ তুহিন ওরফে সাধু ও রিজু নামের দুই ব্যক্তিকে নগরীর ভদ্রার মোড় এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের র‌্যাব-৫ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর নতুন বুধপাড়া এলাকায় সাধুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘরের ভেতর থেকে ৩টি বোমা, কিছু বিস্ফোরক দ্রব্য, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালভার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এসব বোমা ও বিস্ফোরক কতটা মারাত্মক তা পরীক্ষার পর জানা যাবে। আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে আবার অভিযান চালানো হবে।