Tue. Sep 16th, 2025
Advertisements

SABINA_bd_pratidin_খােলা বাজার২৪।। শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭: দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে ভিসা দেয়নি কানাডা। আগামী ৭ আগস্ট টরন্টোতে অনুষ্ঠেয় কানাডা-বাংলাদেশ উৎসবে সাবিনা ইয়াসমিনের গান গাওয়ার কথা ছিলো। উৎসবের আয়োজক বাংলাদেশি কমিউনিটির বিবৃতি দিয়ে নতুন দেশ এ সংবাদ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমীন এবং অন্যান্য শিল্পীবৃন্দ ভিসা সংক্রান্ত জটিলতায় নির্দিষ্ট সময়ে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারছেন না।

উত্তর আমেরিকার দেশ কানাডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কানাডা-বাংলাদেশ উৎসবের আয়োজন করা হয়েছে। টরন্টোর বাঙালি পাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থ সংলগ্ন ডেনটোনিয়া পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে।