Mon. Sep 15th, 2025
Advertisements

khaledatariquebg20160306183818খােলা বাজার২৪।। শনিবার ,০৫ আগস্ট, ২০১৭: গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশে লন্ডনে যাওয়ার পর এতোদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন খালেদা জিয়া। তবে প্রায় ৩ সপ্তাহ পর বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে বড় ছেলে তারেক রহমানেরর বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। এ সময় একটি শপিংমলে গিয়ে নিজের প্রয়োজনীয় কিছু পণ্যও কিনেছেন তিনি।

লন্ডন থেকে পাওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, শপিংমলে তারেক রহমান একটি পণ্যের বিষয়ে মা’কে কিছু একটা বলছেন। খালেদা জিয়াও সেই পণ্যটি বেশ গুরুত্ব সহকারে দেখছেন। আর তাদের পাশেই দাঁড়িয়ে পণ্যটি দেখছেন তারেকের স্ত্রী জোবায়দা রহমানও।

সূত্র মতে, লন্ডনে অবস্থানকালে কোনো সমাবেশে অংশ না নিলেও ফাঁকে ফাঁকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া। তাও অনেকটা গোপনীয়তা অবলম্বন করেই। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল বলে জানা গেছে।

প্রসঙ্গত, চিকিৎসার উদ্দেশে গত ১৫ জুলাই লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। আসন্ন ঈদুল আযহার পর তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।