Sat. Sep 13th, 2025
Advertisements

thakurgaon_abnews_92625খােলা বাজার২৪।। শনিবার ,০৫ আগস্ট, ২০১৭:  ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার সহ সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১ টায় পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেনুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছোরা, লোহা কাটার কাচি সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার ফিরোজ হোসেন (৩৮), বগুড়ার জাকিরুল ইসলাম (২৮), ঝালকাঠির দেলেয়ার (৪৫), ফরিদপুরের বাদশা (২৯), বরগুনা জেলার নাইমুল ইসলাম কিবরিয়া (২৮) ও পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ওমর ফারুক ওরফে রাজু ওরফে রাজিব (২৮)।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান জানান, পীরগঞ্জের রাজিব এর নেতৃত্বে সংগঠিত হয়ে বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।