Tue. Oct 14th, 2025
Advertisements

170308mushi2_kalerkantho_picখােলা বাজার২৪।।সোমবার ,০৭ আগস্ট, ২০১৭:  বর্তমান বাংলাদেশ স্কোয়াডের মধ্যে কেবল মাশরাফি বিন মুর্তজার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার। কিন্তু সেই মাশরাফি অনেকদিন ধরেই টেস্ট ক্রিকেট খেলছেন না শারীরিক কারণে। ঘরের মাঠে আর কিছুদিন পরেই স্টিভেন স্মিথের দলের বিপক্ষে নামতে হবে মুশফিকদের। কেমন রণপরিকল্পনা সাজাচ্ছে টাইগার শিবির?

অস্ট্রেলিয়া শক্তিশালী বলেই যে নিজেদের আন্ডারডগ ভাবতে হবে এমন ধারণায় বিশ্বাসী নন টাইগার টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলা জাতীয় দলের এক সপ্তাহের অনুশীলন ক্যাম্পের তৃতীয়দিনে সোমবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয় মুশি জানালেন, অজিদের বিপক্ষে ডিফেন্সিভ ক্রিকেট খেলবে না বাংলাদেশ।

মুশফিকের ভাষায়, ‘এখন ডিফেন্সিভ খেলা খুব কমই হচ্ছে। গত ৫-৭ বছর ধরে যেসব টেস্ট খেলা হয়েছে সবগুলোতে অনেক রানও হয়েছে, অনেক উইকেটও পড়েছে। এমনকি রানরেটও অনেক ভালো ছিল। আমরাও ডিফেন্সিভ খেলবো না। অ্যাগ্রেসিভ অবশ্যই থাকবো। আমার মনে হয় ব্যালেন্স থাকাটাও জরুরি।

‘উপমহাদেশের উইকেট মানেই স্পিনারদের জন্য স্বর্গ। এটা খুব ভালোভাবেই জানে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজম্যান্ট। বাংলাদেশ সফর সামনে রেখে স্পিনারদের পাল্লা ভারী হচ্ছে অজি দলে। এতে কোনোরকম চিন্তার অবকাশ নেই বলে জানালেন মুশফিক। অনুশীলনে ব্যাটসম্যানদের স্পিন সামলানোর ট্রেনিংও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নতুন মৌসুম শুরু করতে আশাবাদী টেস্ট অধিনায়ক।