Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

fakhrul_pখােলা বাজার২৪।। শনিবার, ১৯ আগস্ট, ২০১৭: জিয়াউর রহমানের সরকার অবৈধ হলে আওয়ামী লীগের সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধ নিবেদন শেষে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় সরকার। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সুপ্রিমকোর্টের রায় নিয়ে এর আগে এমন পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি।

নির্বচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিরপেক্ষ নন। তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা আবারো নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানাচ্ছি।