Tue. Oct 14th, 2025
Advertisements

IMG_1735 Editখােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: গত ২৬ আগস্ট, ২০১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও পুলিশ ব্লাড ব্যাংক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিপি (বার), পিপিএম কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। তিনি তার বক্তব্যে আইন শৃঙ্খলার উন্নতিকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাফল্যের পাশাপাশী সামাজিক বিভিন্ন সেবামূলক কাজের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কে মউদুদ ইলাহী, সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, প্রশাসন সাহাব উদ্দিন কোরেশি। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী।