Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

093516b1029a55e4213c9309558da763-59a3c7b27e69b

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৯  আগস্ট, ২০১৭: মিড রেঞ্জ বা মধ্যম সারির স্মার্টফোন হিসেবে এ৭১ মডেলের একটি স্মার্টফোন আনছে অপো বাংলাদেশ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটিতে অক্টাকোর সিপিইউ, ৩ জিবি র‍্যাম, তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ৫ দশমিক ২ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটি পাতলা মেটালিক ইউনিবডি নকশার। কালো ও সোনালি রঙে বাজারে পাওয়া যাবে এটি। এর সামনে ৫ ও পেছেনর ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। দাম ১৬ হাজার ৯৯০ টাকা।

অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, মধ্যম সারির ফোনের বাজারে এ৭১ নতুন সংযোজন। এতে উন্নত ফিচার ও সেলফি প্রযুক্তি রয়েছে। বিজ্ঞপ্তি।