Tue. Oct 14th, 2025
Advertisements

Varun-bg20170919214508খােলা বাজার২৪।।বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭: জুড়ুয়া টু’ছবির প্রচারের জন্য ব্যস্ত সময় পার করছেন ছবির মুখ্য অভিনেতা বরুণ ধাওয়ান, অভিনেত্রী তাপসী পান্নু ও জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিনকে সব জায়গায় দেখা না গেলেও ছবির প্রচারে প্রায় সর্বত্রই একসঙ্গে হাজির হচ্ছেন । বলিউডে এখন তাঁদের ঘিরেই জোর গুঞ্জন। শোনা যাচ্ছে তাপসীকে ঘিরেই প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে সংঘাত বেঁধেছে বরুণের।

নাতাশা যেহেতু বলিউডের সঙ্গে যুক্ত নন, তাই স্বভাবতই বলিউডের গসিপে তিনি মাঝে মধ্যেই বিচলিত হন। এর আগেও যখন আলিয়ার সঙ্গে নাম জড়িয়েছিল বরুণের, তখনও নাতাশা বরুণকে অনুরোধ করেছিলেন আলিয়ার সঙ্গে বেশি ছবিতে অভিনয় না করার জন্যে।

এবারও কিছুটা সেরকমই হাবভাব তার। জানা গেছে, তাপসীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা খুব একটা ভাল চোখে দেখছেন না নাতাশা। কারণ শুধু ছবির প্রচারই নয়, বরুণ তাঁর পরবর্তী ছবিতেও নায়িকা হিসাবে রেফার করছেন তাপসীর নাম। ছবির পাশাপাশি এন্ডোর্সমেন্টের ক্ষেত্রেও ছবিটা একই।