Tue. Oct 14th, 2025
Advertisements

k4খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক নারীসহ দুজন নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে নৌকাটি টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার খেয়াঘাট থেকে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শনিবার রাতে অর্ধশত যাত্রী নিয়ে একটি নৌকা তুরাগ নদ পার হচ্ছিল। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে যাত্রীসহ ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। স্থানীয়রা কয়েক যাত্রীকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

আতিকুর রহমান আরো জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর অন্ধকারের কারণে রাত ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কারো লাশ পাওয়া যায়নি।

নৌকাডুবির ঘটনায় এক নারীসহ কমপক্ষে দুজন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। যাত্রীদের প্রায় সবাই গার্মেন্ট ও পরিবহন শ্রমিক। তাঁদের মধ্যে অধিকাংশই নারী যাত্রী ছিলেন।