Wed. Sep 17th, 2025
Advertisements

13খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭: গণহত্যাসহ বর্বর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে আজ কক্সবাজার যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বুধবারও কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন ফখরুল।

মিয়ানমার সরকারের বর্বর হামলায় বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য সহায়তা দিতে শুরু থেকেই সোচ্চার মাঠের বিরোধী দল বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে গঠন করা হয়েছে কেন্দ্রীয় রিলিফ কমিটি। এ কমিটি ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন শিবির পরিদর্শন ও সহায়তা করে ঢাকায় ফিরেছে।