Fri. Oct 17th, 2025
Advertisements

1খােলা বাজার২৪।। বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৫৭ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে চীন।

বুধবার সকালে চীনের একটি কার্গো বিমানযোগে এ ত্রাণ সামগ্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এ সব ত্রাণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু।

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, চীন সরকারের পক্ষ থেকে ৫৭ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে একটি কার্গো বিমান চট্টগ্রামে পৌঁছেছে। ত্রাণ গ্রহণ করে সেগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চীনের ত্রাণ সামগ্রী নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আরো একটি চীনের কার্গো ফ্লাইট চট্টগ্রামে পৌঁছাবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।