Tue. Oct 14th, 2025
Advertisements

9খােলা বাজার২৪।। বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭: বৃহস্পতিবার থেকেই দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে পচেফস্ট্রুমে দুপুর ২টায়। তার আগেই জেনে নেওয়া যাক ম্যাচে কারা থাকছেন আম্পায়ারের দায়িত্বে। যাদের নির্ভুল সিদ্ধান্তের ওপরই নির্ভর করে ম্যাচের ফল। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড।

সীমিত ওভারের ম্যাচে আত্মরক্ষার্থে হাতে ঢাল নিয়ে মাঠে নেমে আলাদাভাবেই নিজেকে পরিচিত করেছেন অক্সেনফোর্ড। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার আরেক আম্পায়ার রঞ্জন মাদুগালে।

Trending Topics Worldwide

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর সূচি:

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম।