Sun. Oct 12th, 2025
Advertisements

144709raba_kalerkantho_picখােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: প্রায় অসম্ভব লক্ষ্য নিয়ে পঞ্চম দিনে ব্যাট করছে বাংলাদেশ। যতটা প্রতিরোধের আশা করা হয়েছিল এখন পর্যন্ত তার কিছুই দেখা যায়নি।

উল্টো একের পর এক উইকেট হারিয়ে হারের মুখে সফরকারীরা। অধিনায়ক মুশফিকুর রহিমের পর এবার প্যাভিলিয়নের পথ ধরেছেন সাকিবের অনুপস্থিতিতে টেস্ট দলে সুযোগ পাওয়া মাহমুদ উল্লাহ রিয়াদ। কাগিসো রাবাদার দুর্দান্ত এক বলে তার স্টাম্প উড়ে গেল!

রিয়াদের বিদায়ের কিছু পরেই সেই রাবাদার শিকারেই পরিণত হন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। এলবিডাব্লিউ হওয়ার আগে তার সংগ্রহ মাত্র ৪ রান। কিপিংটা দুর্দান্ত করলেও ব্যাটিংটা মোটেও ভালো হলো না লিটনের। সাব্বির রহমানও ৪ রানের বেশি করতে পারেননি। কেশব মহারাজের বলে এলবিডাব্লিউ হয়ে গেছেন। সপ্তম উইকেট হারানোর সময় বাংলাদেশের রান ৬৭।

৩ উইকেটে ৪৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ।

পঞ্চম দিনের শুরুতেই রাবাদার বলে ফিরেন টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম (১৬)। রাবাদার বলটিতে বাড়ি বাউন্স ছিল। ব্যাট বাড়িয়ে মারতে গেলেন মুশফিক। স্লিপে মাথার ওপর থেকে দারুণ ক্যাচ নিলেন হাশিম আমলা।

এর আগে ৬ উইকেটে ২৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।