Sun. Oct 12th, 2025
Advertisements

35অনলাইন ডেস্ক, শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭: চলতি বছর ‘কাবিল’ এবং ‘সরকার থ্রি’-এর মতো দর্শকপ্রিয় ছবিতে কাজ করে ইয়ামি গৌতম রয়েছেন আলোচনায়। এ দুটি ছবিতে তার অভিনয়-পারফরমেন্স ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

জানা গেছে, নতুন ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন ছবিতে একজন পতিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু এখনই জানাতে চাইছেন না নায়িকা। খুব শিগগিরই বড় আয়োজনের মাধ্যমে এ ছবির ঘোষণা দেয়া হবে। এ বিষয়ে ইয়ামি গৌতম জানান, নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রমাণের সুযোগ সব সময় আসে না। তবে আমি এদিক থেকে লাকী। কারণ যে ছবিগুলোতে অভিনয় করেছি সেগুলোতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। এবারের চরিত্রটি আরও বেশি চ্যালেঞ্জিং। আর চ্যালেঞ্জ আমার পছন্দ। একজন পতিতার চরিত্রে কাজ করবো। তাদের সুখ, কষ্ট, আনন্দ, বেদনা, অনুভূতি, বেঁচে থাকার যুদ্ধ- এসবই উঠে আসবে আমার নতুন ছবিতে। তাই আমি নিজেও গত কয়েকদিন ধরেই কয়েকজন পতিতার সঙ্গে দেখা করেছি। পতিতাপল্লী ঘুরে দেখেছি। সেখানকার অবস্থা নিজ চোখে দেখে সেটা নিজে উপলব্ধি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে এবার।